‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ।
Preview of Part 16
Comments
Post a Comment