Skip to main content

Posts

Showing posts from 2021

ভবিষ্যতে ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’-এর পার্টগুলি আরও পৃষ্ঠাযুক্ত হতে পারে?

অবশ্যই! বিষয়বস্তুর অন্তর্ভুক্তির সাথে সাথে প্রতিটি বই কমপক্ষে ১৯২ পৃষ্ঠার হতে পারে। কিন্তু সবসময়েই প্রাধান্য দেওয়া হবে বিষয়বস্তুর সারল্য ও প্রয়োজনীয়তার প্রতি।

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’-এর মূল্য এত কম রাখার কারণ কি?

আমরা চেয়েছি রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও নিজেকে প্রতিযোগী করে গড়ে তুলতে পারে, আর তার জন্য লক্ষাধিক টাকা খরচ করার প্রয়োজন নেই। মাত্র ৫০০.০০ টাকাই একজনকে প্রতিযোগী হিসাবে গড়ে তুলবে। 

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’-কে এতগুলো পার্টে ভাগ করার কারণ কি?

সাধারণভাবে যে বিষয়গুলির উপর দখল থাকলে একজন শিক্ষার্থী প্রতিযোগী হয়ে উঠতে পারেন তার সবগুলি নিয়েই আমাদের এই প্রোজেক্ট। যদিও এ নিয়ে আরও চিন্তাভাবনা চলছে।

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’-এর পার্টগুলি এত কম পৃষ্ঠার কেন?

আমরা ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’-এর পার্টগুলিকে একেকটি খন্ড করে গড়ে তুলতে চাইনি। আমরা চেয়েছি টেকনিক্যালি একজন শিক্ষার্থীকে প্রতিযোগী করে গড়ে তুলতে। সেজন্য বিষয়বস্তুর বাহুল্য বর্জন করে শুধুমাত্র নির্যাসটুকু নিয়েই গড়ে তোলা হয়েছে পার্টগুলি।

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ কি সর্বভারতীয় পরীক্ষাগুলির জন্য উপযুক্ত?

এই মুহূর্তে ১০০ শতাংশ নয়। কেননা সর্বভারতীয় পরীক্ষাগুলির অনেকগুলিরই প্রশ্নপত্র হয় ইংরাজিতে, যদিও অনেকগুলি পরীক্ষাই এখন বাংলাতেও দেওয়া যায়। কিন্তু বাংলাভাষী শিক্ষার্থীদের সর্বভারতীয় পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে আমাদের এই বই অনেকটাই সাহায্য করবে। সর্বভারতীয় পরীক্ষার উপযোগী অন্য একটি বই আমাদের রয়েছে – ‘Mondal Study Guide for All Competitive Examination` বলে, যেটি ভবিষ্যতে আমরা পাঠকের মতামতের উপর ভিত্তি করে এই প্রোজেক্টের সঙ্গে মিশিয়ে বার করতে চেষ্টা করবো। সেক্ষেত্রে বইটির বাংলা ও ইংরাজি কম্বিনেশন শিক্ষার্থীকে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগী করে গড়ে তুলতে অনেকটাই সাহায্য করবে।

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ কি একটি সম্পূর্ণ বই?

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ একটিই প্রোজেক্ট, যা এখনও অসম্পূর্ণ। প্রোজেক্টটি সম্পূর্ণ হবে ধীরে ধীরে কয়েক বছর সময় নিয়ে। প্রোজেক্টটি একটি বই আকারে সকলের সামনে রাখা হয়েছে। আগামী-দিনে কি কি সংযোজনার বা বিয়োজনের প্রয়োজন রয়েছে পাঠকের সেই মতামতের উপর ভিত্তি করেই রূপ দেওয়া হবে প্রোজেক্টটির। এটি সময়সাপেক্ষ এবং পাঠকদের আগ্রহ, অভিজ্ঞতা ও মূল্যবান মতামত সবকিছুর উপর নির্ভরশীল। 

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ তবে কি কেবল চাকুরী-প্রার্থীদেরই সাহায্য করে?

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ সাহায্য করবে যে কোন কর্ম-প্রার্থীকে। তিনি চাকুরী করতে পারেন অথবা চালাতে পারেন কোন ব্যবসাও। আমাদের বই সাহায্য করতে পারে যে কোন চাকুরী-প্রাপ্তকেও। আপনি কর্মক্ষেত্রে নিজের বসের সাথে মানিয়ে নিতে পারছেন না, আপনার প্রমোশন হচ্ছে না, সহকর্মীরা আপনার প্রতি বিরূপ ইত্যাদি ইত্যাদি। ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ আপনাকে বলে দেবে কীভাবে কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখবেন, কীভাবে নিজের যোগ্যতাকে বাড়িয়ে নেবেন।

একজন বিদ্যালয়ের শিক্ষার্থীও ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ থেকে উপকৃত হবে কীভাবে?

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ সব বয়সী পাঠকদের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বইটির রূপদান সম্ভব নয়। কিন্তু অনেকগুলি পার্ট যেমন মিসেলেনিয়াস জিকে, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ ছাড়াও ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, পরিবেশবিদ্যা প্রভৃতি বিষয়গুলির প্রত্যেকটি থেকে অধিকাংশ প্রশ্নোত্তর শিক্ষার্থীদের পাঠ্য বিষয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত সেই-ধরণের প্রশ্নই আসে যা শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়েছেন, কিন্তু একটু অন্যভাবে। যেমন ক্লারিকাল চাকুরীর ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র হয় অনেকটা মাধ্যমিক মানের। আবার WBCS –এ রয়েছে অর্থনীতি বা সংবিধানের মতো বিষয়গুলি। ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ চেষ্টা করেছে সব স্তরের শিক্ষা থেকে একটা নির্যাস নিতে, যেখানে শিক্ষার্থী অল্প আয়াসে নিজেকে প্রতিযোগী করে গড়ে তুলতে পারবে। 

স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীরা ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ থেকে কীভাবে উপকৃত হতে পারে?

অনেকভাবে। প্রথমত, আমরা শিক্ষার্থীদের বলতে চাইছি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আলাদা করে কোন প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। তাঁরা স্কুল বা কলেজে যা পড়ছেন তাই যথেষ্ট। শুধু প্রয়োগকৌশল একটু ভিন্ন ধরণের। দ্বিতীয়ত, ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’-এর একটি কপি যদি শিক্ষার্থীদের হাতে থাকে তবে তাঁরা খুব সহজেই নিজেদের পাঠক্রমের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার পাঠক্রমের একটি তুলনা করতে পারবেন। তাতে শিক্ষার্থীদের নিজ বিষয়গুলি ভালো করে পড়বার আগ্রহ ও মানসিকতা দুইই বৃদ্ধি পাবে। তৃতীয়ত, স্কুল বা কলেজের পাঠক্রম শেষ হওয়ার সাথে সাথেই একজন শিক্ষার্থী নিজেকে প্রতিযোগী হিসাবে অনেকটাই গড়ে তুলতে পারবেন। লক্ষাধিক টাকা খরচ করে তাঁকে আর আলাদাভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে না। চতুর্থত, কলেজ জীবনের শেষেই একজন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি দিতে পারবেন। তাঁকে আর বাড়তি সময় নষ্ট করে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে না।

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ কি? তা কিভাবে শিক্ষার্থীদের সাহায্য করতে পারে?

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ একটি প্রোজেক্ট, যা বই আকারে প্রকাশিত। সাধারণভাবে দেখা যায় বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শিক্ষা শেষে অনেক ছাত্রছাত্রীই ভাবেন তাঁরা কি করবেন, কোথায় যাবেন, কীভাবে চাকরী যোগাড় করবেন, তাদের সঠিক পথনির্দেশ কে বা কারা দেবেন? এক্ষেত্রে যাঁদের সামর্থ্য আছে তাঁরা লক্ষাধিক টাকা খরচ করে চলে যান কোন ইন্সটিটিউশনে। আর যাদের সামর্থ্য নেই তারা বিভিন্ন উৎস থেকে খবর সংগ্রহের চেষ্টা করেন, বিভিন্ন কর্ম-নির্দেশক পেপার পড়েন, ইন্টারনেটে খোঁজখবর নেন, অন্যকে দেখে অনুপ্রাণিত হয়ে কিছু করার চেষ্টা করেন, বিভিন্ন জব সাইটে নাম লেখান ইত্যাদি ইত্যাদি। অধিকাংশ ক্ষেত্রেই এইসব শিক্ষার্থীরা না পান সঠিক দিশা, না হয় তাদের উপযুক্ত প্রস্তুতি। এর ফলে তাঁরা পিছিয়ে পড়েন এবং নির্দিষ্ট বয়স শেষে যখন দেখেন তাদের কর্মসংস্থানের প্রবল প্রচারিত পথগুলি বন্ধ তখন যে কোন একটি কর্মে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন, যেখানে না আছে ভবিষ্যৎ, না আছে ছোট থেকে গড়ে তোলা তাঁর নিজের স্বপ্নকে রূপ দেওয়ার কোনরূপ সুযোগ। অনুরূপভাবে যারা লক্ষাধিক টাকা খরচ করে কোন ইন্সটিটিউটে যাচ্ছেন তারাও যে সবাই সফল তাও নয়। বহুক্ষেত্রেই দেখা যা...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ তবে কি স্বপ্নের ফেরিওয়ালা?

মোটেই না। ‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ শিক্ষার্থীকে সঠিক দিশা দেখাবে, সঠিকভাবে প্রস্তুত করতে সাহায্য করবে। আমরা কখনোই বলছি না আমাদের প্রকাশিত এই বইটি পড়লে যে কোন পরীক্ষায় ৯০% প্রশ্ন নিশ্চিত কমন আসবে, বরং এইটুকুই বলতে চাইছি যে আমাদের বই আপনাকে প্রতিযোগিতায় সম্মুখীন হওয়ার জন্য ৯০% প্রস্তুত করে দেবে। 

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বইটির বিষয়বস্তু কি?

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ।  

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০১

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Previ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০৩

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Previe...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০২

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Previe...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০৫

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০৪

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০৬

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Prev...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০৮

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০৭

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১১

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১০

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ০৯

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১২

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১৪

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১৩

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১৬

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১৫

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১৭

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১৮

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ১৯

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ – পার্ট ২০

‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ বাংলা ভাষায় প্রকাশিত ২১টি পার্টে সম্পূর্ণ একটি তথ্যবহুল বই। বইটির অসাধারণত্ব এই যে বইটি একটি সাধারণ মানের ছাত্র বা ছাত্রীকে যেমন খুব অল্প সময়ে তৈরি করে দেবে আগামী দিনের প্রতিযোগী হিসাবে, ঠিক তেমনই একজন সাধারণ মানের কর্মচারীও নিজেকে গড়ে নিতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনোমত। ফলে বইটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই চাকুরী-প্রার্থী একজন সর্বভারতীয় প্রতিযোগীর কাছেও সমান গ্রহণযোগ্য। বইটিকে ২১টি পার্টে ভাগ করা হয়েছে সব বয়সী পাঠকদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই। বিষয়বস্তুর সংক্ষিপ্ত-করণ অথচ তথ্যের সমৃদ্ধকরণের মধ্যেও দৃষ্টি রাখা হয়েছে যাতে বইটি শুধুই তথ্যবহুল বা একঘেয়ে না হয়ে পড়ে। পরিচ্ছন্ন উপস্থাপনা, রঙ্গিন ল্যামিনেটেড কভার পেজ এবং মূল্যবান ঠাসা বিষয়বস্তুসহ বইটির আরেকটি বিশেষত্ব বইটির বিস্ময়কর কম দাম। ১৫০০-এর বেশী পৃষ্ঠাযুক্ত এবং ১৫০০০-এরও বেশী তথ্যসমৃদ্ধ বইটি আমরা পাঠকের হাতে তুলে দিচ্ছি মাত্র ৫০০.০০ টাকায়। রাজ্যের প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব ছাত্রটিও যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ। Preview of ...