‘প্রতিযোগিতা প্রস্তুতি উত্তরণ’ একটি প্রোজেক্ট, যা বই আকারে প্রকাশিত। সাধারণভাবে দেখা যায় বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শিক্ষা শেষে অনেক ছাত্রছাত্রীই ভাবেন তাঁরা কি করবেন, কোথায় যাবেন, কীভাবে চাকরী যোগাড় করবেন, তাদের সঠিক পথনির্দেশ কে বা কারা দেবেন? এক্ষেত্রে যাঁদের সামর্থ্য আছে তাঁরা লক্ষাধিক টাকা খরচ করে চলে যান কোন ইন্সটিটিউশনে। আর যাদের সামর্থ্য নেই তারা বিভিন্ন উৎস থেকে খবর সংগ্রহের চেষ্টা করেন, বিভিন্ন কর্ম-নির্দেশক পেপার পড়েন, ইন্টারনেটে খোঁজখবর নেন, অন্যকে দেখে অনুপ্রাণিত হয়ে কিছু করার চেষ্টা করেন, বিভিন্ন জব সাইটে নাম লেখান ইত্যাদি ইত্যাদি। অধিকাংশ ক্ষেত্রেই এইসব শিক্ষার্থীরা না পান সঠিক দিশা, না হয় তাদের উপযুক্ত প্রস্তুতি। এর ফলে তাঁরা পিছিয়ে পড়েন এবং নির্দিষ্ট বয়স শেষে যখন দেখেন তাদের কর্মসংস্থানের প্রবল প্রচারিত পথগুলি বন্ধ তখন যে কোন একটি কর্মে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন, যেখানে না আছে ভবিষ্যৎ, না আছে ছোট থেকে গড়ে তোলা তাঁর নিজের স্বপ্নকে রূপ দেওয়ার কোনরূপ সুযোগ। অনুরূপভাবে যারা লক্ষাধিক টাকা খরচ করে কোন ইন্সটিটিউটে যাচ্ছেন তারাও যে সবাই সফল তাও নয়। বহুক্ষেত্রেই দেখা যা...